বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবস, বড়দিনসহ ১৮ দিনের শীতকালীন ছুটি শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) থেকে শুরু হয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার এ তথ্য জানিয়েছেন।
তবে সরকারি ছুটির দিন ব্যতীত অন্য দিন অফিস ও বিভাগ খোলা থাকবে। একইসঙ্গে পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম যথারীতি চলমান থাকবে বলে তিনি জানান।
এর আগে গত ১২ নভেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে শীতকালীন ছুটির আংশিক পরিবর্তন করে ডিসেম্বর ১০-১৩ তারিখের পরিবর্তে ডিসেম্বর ২৬-৩১ তারিখ করা হয়। যার ফলে শীতকালীন ছুটি ১০-২৫ ডিসেম্বরের পরিবর্তে ১৪-৩১ ডিসেম্বর পর্যন্ত হয়।
বার্তা বাজার/জে আই