নোয়াখালীর হাতিয়ায় পূর্বশত্রুতার জেরে কৃষকের ধানের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ বিষয়ে ক্ষতিগ্রস্থ জমির মালিক চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছে। আগুনে প্রায় তিন লক্ষ টাকার ধান পুড়ে যায় বলে অভিযোগে জানানো হয়।

বুধবার (১৩ ডিসেম্বর) রাত আড়াই টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের বিরিবিরি গ্রামে ঘটনাটি ঘটে।

থানায় এজহারে জানা যায়, অভিযোগকারী দখলীয় ফসলী জমিতে ১ নং সাক্ষী ও ৫ নং সাক্ষীকে জমিতে বর্গাচাষী হিসেবে চাষ করতে দেয়। কিন্তু আসামী পক্ষ জমি চাষ করার ইচ্ছা প্রকাশ করেও না পেয়ে বিষয়টি মেনে নিতে না পেরে ক্ষোভের বশবর্তী হয়ে সদ্য গাদায় রাখা ধানে আগুন ধরিয়ে দেয়। আগুনের লেলিহান শিখা দেখে সাক্ষীগণ এগিয়ে এসে দেখে আসামীগণ দৌড়ে পালিয়ে যাচ্ছে। ঘটনাটি সাক্ষীগণ দেখে ফেললে আসামীরা বিভিন্ন হুমকি ধামকি দেয়। বিষটি কাউকে জানালে কিংবা মামলা মোকদ্দমা করলে পরিণতি আরো ভয়াবহ হবে বলেও জানায় তারা।

এ বিষয়ে হাতিয়া থানা অফিসার ইনচার্জ জিসান আহমেদ বলেন, আগুনে ধান পোড়ানোর একটি অভিযোগ এসেছে। যেহেতু বিষয়টি আমাদের জাহাজমারা ফাঁড়ির অধীনে তাই ওখানের একজন এস আইকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

বার্তাবাজার/এম আই