দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে পঞ্চম দিনের মতো আপিল আবেদনের শুনানি চলমান। বৃহস্পতিবার (১৪ই ডিসেম্বর) সকালে, নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে আপিল আবেদনের শুনানি শুরু হয়।

এ শুনানীতে ২৫১, কুমিল্লা-৩ (মুরাদনগর) সংসদীয় আসনের প্রার্থিতা ফিরে পেয়েছেন সাংবাদিক মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) প্রার্থীর প্রস্তাবকারী অসিতবরন দাস নির্বাচন কমিশনের কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৩ ডিসেম্বর সাংবাদিক শরিফুল আলম চৌধুরীর মনোনয়ন বাতিল করেন রির্টানিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান। পরে গত ৪ ডিসেম্বর নির্বাচন কমিশনে তার প্রতিনিধির মাধ্যমে আপিল করেন তিনি।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ নিয়ে শুনানি হয়। এতে প্রার্থিতা ফিরে পান সাংবাদিক শরিফুল আলম চৌধুরী।

আপিল শুনানিতে স্বতন্ত্র প্রার্থী শরিফুল আলম চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। ফলে কুমিল্লা-৩ (মুরাদনগর) নির্বাচনে অংশ নিতে পারবেন তিনি।

বার্তা বাজার/জে আই