বগুড়ায় আন্তঃজেলা গরু চোর চক্রের মূলহোতাসহ তিন সদস্যকে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। এসময় ২ টি গাভী ও ২ টি বাছুর উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সিরাজগঞ্জ ও বগুড়া শহরে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

আটককৃতরা হলেন, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চরকুরা গ্রামের রশিদের ছেলে নুর মোহাম্মদ (৪০), সিংড়া উপজেলার নিনগৈড় গ্রামের মৃত হাছেন আলীর ছেলে শহীদুল ইসলাম (৪৮) ও সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার জাংকীগাতি গ্রামের মৃত ফজলারের ছেলে ছামেদুল (৩৮)।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নন্দীগ্রাম থানার ওসি আজমগীর হোসেন।

তিনি বলেন, নন্দীগ্রাম পৌরসভার বেলঘড়িয়ার হাফিজুর রহমানের বাড়ি থেকে ৯ ডিসেম্বর ভোর রাতে ২ টি ফিজিয়ান জাতের উন্নত ২ টি গরু চুরি হয়ে যায়। তাদের সেই মামলার ভিত্তিতে নন্দীগ্রাম থানা পুলিশ অভিযান চালিয়ে সিরাজগঞ্জ ও বগুড়া সদরের কৈগাড়ী থেকে চোরদের আটক করা হয়।

তিনজন চোরের মধ্য শহিদুল ইসলাম (৪৮) বগুড়া,রাজশাহী, সিরাজগঞ্জ ও পবনাসহ উত্তরবঙের চোর চক্রের মূলহোতা। তার নিয়ন্ত্রণে একাধিক চক্র পরিচালনা হতো । অপর দুইজন ছামেদুল ও নুর মোহাম্মাদ তার সহযোগী হিসেবে কাজ করতো।

অন্যদিকে আরেক গরু চোর মোতলেবকে আটক করতে গেলে টের পেয়ে পালিয়ে যায়। তার বাড়ি থেকে বাছুরসহ গরু উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, আসামিদের আইনী প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে।

চোর চক্রদের থেকে উদ্ধার করা হয় ২ টি গাভী ও ২ টি বাছুর গরু। সেই সাথে চুরির কাজে ব্যবহৃত লোহার জ্যাক, ডাল,হাতুড়ি , রশি ও ভাঙা ২ টি তালা।

বার্তাবাজার/এম আই