নোয়াখালী হাতিয়ার মেঘনা নদীতে বালুবাহী বলগেটের ধাক্কায় মাছধরা নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে ৬ জেলে জীবিত উদ্ধার হলেও মৃদুল চন্দ্র দাস (২৫) নামে এক জেলে নিখোঁজ রয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) অমিত কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নলচিরা ইউনিয়নের ফজল মাঝির গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ মৃদুল (২৫) হাতিয়া উপজেলার নলচিরা ইউনিয়নের ৮নং ওয়ার্ড ফরাজি গ্রামের হরি বন্দু দাসের ছেলে।

নিখোঁজ মৃদুলের ভাই জীবিত উদ্বার হওয়া জেলে শিমুল জানান, রাতে তারা বিহুন্দী জাল বসানোর জন্য নদীতে অবস্থান করে ছিল। এসময় পশ্চিম দিগ থেকে আসা বলগেটটি তাদের নৌকাকে ধাক্কা দেয়। এতে সাথে সাথে নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা ৭ মাঝি মাল্লার মধ্যে ৬ জন সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও তার ভাই মৃদুল নিখোঁজ হয়। রাতের অন্ধকারে তাকে তাৎক্ষনিক খোঁজে পাওয়া যায়নি।

এদিকে নিখোঁজে জেলের খোঁজে সকাল থেকে স্বজনরা নদীতে তল্লাশী করছে। নৌ-পুলিশের একটি টিম নদীতে অবস্থান করছে।

এব্যপারে নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ অমিত কুমার সাহা বলেন, নিখোঁজ জেলের সন্ধানে কাজ করছে নৌ-পুলিশের একটি টিম। নদীতে রাতের তীব্রতা বেশি থাকায় তাকে খোঁজে পাওয়া যাচ্ছেনা। ইতিমধ্যে ধাক্কা দেওয়া বলগেটটি সনাক্ত করা হয়েছে। নিখোঁজ জেলের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বার্তাবাজার/এম আই