ফরিদপুরের আলফাডাঙ্গায় ২০২৩-২৪ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় উত্তম মৎস্যচাষ অনুশীলনে কার্প জাতীয় মাছের চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দিনব্যাপী উপজেলার বিদ্যাধর হযরত শাহ্ জালাল মৎস্য এন্ড ডেইরি ফার্মের বিশ্রামাগারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালায় ২০ জন মৎস্য চাষী অংশ নেন।

কর্মশালায় আলফাডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লুৎফার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, হযরত শাহ্ জালাল মৎস্য এন্ড ডেইরি ফার্মের স্বত্বাধিকারী তাজমিনউর রহমান তুহিন।

প্রশিক্ষণের মাধ্যমে মৎস্য চাষীগণ যেন মাঠ পর্যায়ে বিভিন্ন কার্প জাতীয় মাছের চাষ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দিন দিন সম্প্রসারণ বৃদ্ধি করতে পারে। এছাড়াও কার্প জাতীয় মাছ চাষের আধুনিক কলাকৌশল সম্পর্কে অবগত করার পাশাপাশি মাছ চাষের ক্ষেত্রে পুকুরে তাৎক্ষণিক কোন সমস্যা দেখা দিলে তার প্রতিকারমূলক ব্যাবস্থা গ্রহণ করতে পারে এসব বিষয়ের উপর ধারণা প্রদান করা হয়।

বার্তা বাজার/জে আই