আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ মনোনয়ন দাখিলের শেষ দিনে কক্সবাজারের ৪ টি আসনে মনোনয়ন জমা দিয়েছেন মোট ৩৪ জন প্রার্থী। নির্ধারিত সময়ের পর উপস্থিত হওয়ায় ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা নেয়া হয়নি।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহীন ইমরান এর নিকট তার মনোনয়ন পত্র দাখিল করেন।
চকরিয়া-পেকুয়া আসনে আওয়ামীলীগ মনোনীত সালাউদ্দিন আহমেদ সিআইপি সহ মনোনয়ন জমা দিয়েছেন ১৩ জন। কল্যান পার্টির সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, আব্দুল আউয়াল মামুন, জাতীয় পার্টি জেপির এ এইচ সালাউদ্দিন মাহমুদ, স্বতন্ত্র থেকে বর্তমান এমপি জাফর আলম, জাফর আলমের পুত্র তানভির আহমেদ সিদ্দিকী তুহিন, শাহনেওয়াজ চৌধুরী স্বপনসহ আরো ৬ জন।
মহেশখালী-কুতুবদিয়া আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আশেক উল্লাহ রফিক, বিএনএমের শরীফ বাদশাহ, বিএসপির খাইরুল আমীন, এন পি পি’র মাহাবুবুল আলম, জাকের পার্টির মোহাম্মদ ইলিয়াছ সহ ৭ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও আসনে আওয়ামী লীগের সাইমুম সরওয়ার কমল, কল্যান পার্টির আব্দুল আউয়াল মামুন,জাতীয় পার্টির মোহাম্মদ তারেকসহ ৬ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
উখিয়া-টেকনাফ আসনে আওয়ামী লীগ মনোমীত প্রার্থী শাহীন আকতার, জাতীয় পার্টির নুরুল আমিন সিকদার, তৃনমূল বিএনপির মুজিবুল হক মুজিব, ইসলামী ঐক্য জোটের ওসমান গনি চৌধুরী, এনপিপির ফরিদ আলম, স্বতন্ত্র প্রার্থী সোহেল আহমদ বাহাদুর, মোহাম্মদ ইসহাক, নুরুল বশরসহ ৮ জন।
এদিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, নির্ধারিত সময়ের পর উপস্থিত হওয়ায় ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা নেয়া হয়নি। তারা হলেন- মহেশখালী-কুতুবদিয়া আসনের জাতীয় পার্টির মনোনিত প্রার্থী মাহমুদুল করিম। কক্সবাজার সদর- রামু- ঈদগাঁও আসনের বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী নুরুল আলম, তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী ড. মোহাম্মদ সানাউল্লাহ, স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদ।
বার্তাবাজার/এম আই