কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন ১১নং চিওড়া ইউনিয়নের চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিল, ৬০ বোতল স্কাফ সিরাপ, ২০ বোতল বিয়ার ও ২০ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী মোঃ ইয়াকুব ওরফে ইদু মিয়া (৫০) কে গ্রেফতার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাত ২টা ২০ মিনিটের দিকে এই অভিযান পরিচালনা করে তাকে মাদকসহ আটক করেন চৌদ্দগ্রাম থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামি ইয়াকুব ওরফে ইদু মিয়া (৫০) উপজেলার চিওড়া গ্রামের (আনু মোল্লার বাড়ি) মোঃ আবদুল মমিন এর ছেলে। আসামি মোঃ ইয়াকুব ওরফে ইদু মিয়ার বিরুদ্ধে পূর্বের ০৬টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা তন্ময় বলেন, গ্রেফতারকৃত আসামি মোঃ ইয়াকুব ওরফে ইদু মিয়ার বিরুদ্ধে মাদক মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে।
বার্তাবাজার/এম আই