কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এনজিও ফোরামের একটি গাড়ির ধাক্কায় দু’বছরের এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা গাড়িতে ইটপাটকেল ছুড়ে ক্ষতিগ্রস্ত করে।

নিহত শিশু উখিয়ার রোহিঙ্গা রেজিস্ট্রার ক্যাম্প ব্লক-জি, শেড-৪৪ এর সৈয়দ আহমদের মেয়ে সাহেদা বিবি (২)।

বুধবার (২৯ নভেম্বর) বিকেল উখিয়ার কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্পে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন।

ওসি আরো বলেন, বুধবার বিকেল ৩টার দিকে কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্পের এনজিও ফোরাম সংস্থার একটি টিআরএক্স বক্সি (চট্টমেট্রো চ-১১৮৬৫৯) এর ধাক্কায় দু’বছরের এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনার খবর পেয়ে থানা থেকে পুলিশের একটি টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে পাঠানো হয়। পরে ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশের সহায়তায় শিশুর মরদেহ উদ্ধার করা হয়। গাড়ি জব্দ করা হয়েছে। ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, বিভিন্ন এনজিও’র গাড়ি গুলো বেপরোয়া গতিতে চলাচল করে থাকে। ফলে প্রতিনিয়ত এসব গাড়ির ধাক্কায় স্থানীয় লোকজনের প্রাণহানী ঘটনা ঘটছে।

বার্তাবাজার/এম আই