পাবনা বেড়া উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই দলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় মোজাহার মোল্লা (৭২) নামের এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা অভিযোগ উঠেছে।
গতকাল বুধবার বিকেলে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এই বিরোধ শুরু হয়।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে প্রতিপক্ষের লোক জন এসে বাড়িঘরে অতর্কিত হামলা চালায় এবং মোজাহার মোল্লা কে একা পেয়ে এলোপাথারী দেশীয় অস্ত্র দিয়ে অঘাত করে। আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
নিহত মোজাহার মোল্লা উপজেলার বড় পায়না মহল্লার পৌরসভার ৫ নং ওয়ার্ডের মৃত হারুন মোল্লার ছেলে। এসময় আরো চারজন আহত হয়।
বেড়া থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা হাদিউল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই এক জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে বিস্তারিত পরে জানানো হবে।
বার্তাবাজার/এম আই