জামাত-বিএনপির সারা দেশব্যাপী সন্ত্রাস,নৈরাজ্য, মানুষ হত্যা ও অবৈধ অবরোধের প্রতিবাদে কুষ্টিয়া জেলা আওয়ামীলীগ বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে।
বৃহস্পতিবার বেলা ১২টার সময় কুষ্টিয়া শহরের মজমপুর গেট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে এনএস রোড প্রদক্ষিন করে শহরের বঙ্গবন্ধু সুপার মার্কেটে কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে শান্তি সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আজগর আলী ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের ভাইস প্রেসিডেন্ট রবিউল ইসলাম, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুকুজ্জামান,জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমজাদ আলী খান, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, যুবলীগ নেতা আমিরুল ইসলাম প্রমুখ, এ সময় জেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এ সময় নেতারা বক্তব্যে বলেন বিএনপি বর্তমান সরকারের উন্নয়ন দেখে জ্বলছে । বিএনপি যদি আন্দোলনের নামে কোন নাশকতা করার চেষ্টা করে তাহলে জেলা আওয়ামীলীগ তার দাঁত ভাঙ্গা জবাব দিবে ।
বার্তা বাজার/জে আই