নীলফামারীতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, গণপুর্ত বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, জেলা ক্রীড়া বিভাগ ও আশ্রয়ণ প্রকল্পের আওতায় ৩৫টি উন্নয়ন প্রকল্প ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে ভার্চুয়ালী গণভবন প্রান্ত থেকে এসব প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ এ প্রান্তে উপস্থিত ছিলেন, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, সংসদ সদস্য রাবেয়া আলিম, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ ও জেলা পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম।

বার্তাবাজার/এম আই