ফরিদপুরের আলফাডাঙ্গায় সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা ও দীপাবলি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী কালি মন্দির কমিটির আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের এ ধর্মীয় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, আলফাডাঙ্গা পৌরসভার মেয়র মো. আলী আকসাদ ঝন্টু।

এসময় শ্যমাপূজা ও দীপাবলি উৎসবের আহ্বায়ক ডা. সুমন রায়, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খান মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক তৌকির আহমেদ ডালিম, উপজেলা কেন্দ্রীয় কালি মন্দির কমিটির সভাপতি ননী গোপাল বিশ্বাস, সাধারণ সম্পাদক সুভাষ সমাদ্দারসহ মন্দির কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য়ের মাধ্যমে শ্যামাপূজা ও দীপাবলি পালন করছেন আলফাডাঙ্গা উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা। সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম এ ধর্মীয় উৎসবটি তাদের কাছে কালিপূজা নামেও পরিচিত। পূজা উপলক্ষে বিভিন্ন মন্দির সাজানো হয়েছে রঙ্গিন আলোয়। সন্ধ্যায় পূজামণ্ডপ, ব্যবসায়িক প্রতিষ্ঠানসহ ঘরে ঘরে প্রদীপ প্রজ্জ্বলন করেছে তারা।

বার্তাবাজার/এম আই