জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন আদর্শ জানতে তাঁর জীবনের ওপর ভিত্তি করে নির্মিত ‘মুজিব একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে দেখলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম।

মহান মুক্তিযুদ্ধ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা সাধারণ শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতেই নিজের উদ্যোগে টিকিট কেটে এই সিনেমা দেখেন তিনি।

মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ফরিদপুরের বোয়ালমারী উপজেলা সদরের ওয়াপদা মোড়ে অবস্থিত কাজী হারুন শপিং কমপ্লেক্সের ডায়মন্ড সিনেপ্লেক্সের রূপালী পর্দায় এ চলচ্চিত্রটি প্রদর্শিত হয়।

চলচ্চিত্র দেখা শেষে শিক্ষার্থীরা জানান, ‘সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলাম আমাদের সবাইকে সিনেমাটি দেখার সুযোগ করে দিয়েছেন। আমরা বই পড়ে ও টেলিভিশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জেনেছি। আজকে সিনেমা দেখে অনেক কিছুই জানতে ও শিখতে পারলাম। আমাদের ভীষণ ভালো লেগেছে। সিনেমার শেষ মূহুর্তে ১৫ আগস্ট ঘটনা দেখে কেঁদেছি।’

সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী সিরাজুল ইসলামের ভাতিজা ও তরুণ শিল্পপতি কাজী শহিদুল ইসলাম সজল বলেন, ‘শুধু শিক্ষার্থী না; ইতোমধ্যে বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষকে মুজিব চলচ্চিত্রটি দেখানোর সুযোগ করে দিয়েছেন আমার চাচা সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলাম।’

জানতে চাইলে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম বার্তা বাজার’কে জানান, ‘আমি বিশ্বাস করি এই চলচ্চিত্রটি সাধারণ শিক্ষার্থীরা দেখলে বঙ্গবন্ধুর জীবন আদর্শ সম্পর্কে জানতে পারবে এবং নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শে উদ্বুদ্ধ হবে। এ ধারণা থেকেই আজ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এই চলচ্চিত্রটি দেখেছি।’

বার্তাবাজার/এম আই