ঢাকার কেরানীগঞ্জে অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল করেছে জামাতে ইসলামী।

রোববার (৫ নভেম্বর) বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিন সকাল ৭ টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা জামায়াতে ইসলামীর আমির আব্দুর রহিম মজুমদারের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক জামায়াত কর্মী এ মিছিলে অংশগ্রহণ করে।

দক্ষিণ কেরানীগঞ্জের নাজিরেরবাগ এলাকা থেকে ঝটিকা মিছিলটি চুনকুটিয়া-মাঠেরকোণা সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা লাঠিসোটা নিয়ে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি করেন তারা। খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। সেখান থেকে গোলাম রসুল, আলামিন ও জানআলী নামের তিন জামায়েত ইসলামী কর্মীকে আটক পুলিশ।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ-জামান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে নাজিরেরবাগ এলাকায় জামায়াতে ইসলামী মিছিল বের করলে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। পরে সেখান থেকে জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়।

তিনি আরও বলেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকার জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে আমরা সর্বদা সক্রিয় রয়েছি।

বার্তাবাজার/এম আই