চট্টগ্রামে চুরি হওয়া প্রাইভেট কার উদ্ধার সহ একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ মে) মাহির আশফাক রোহান (২১) নামে একজনকে চুরি হওয়া প্রাইভেট কার সহ আটক করার কথা জানান চাঁদগাঁও থানার এসআই (নি.) হৃদয় মাহমুদ লিটন।

তিনি জানান, গত ১৫ মে ২০২৪ রাত আনুমানিক ১১টা থেকে ২০ মে সকাল আনুমানিক সাড়ে ১০টার মধ্যবর্তী যে কোনো সময়ে চান্দগাঁও থানধীন খাজা রোডস্থ একটি ভবনের নিচতলার পার্কিং থেকে অজ্ঞাতনামা চোর/চোরেরা একটি প্রাইভেট কার চুরি করে নিয়ে যায়। উক্ত বিষয়ে গাড়ির মালিক তাসফিয়া আনজুম (২৯) বাদী হয়ে চান্দগাঁও থানায় এজাহার দায়ের করেন।

ঘটনার পর পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, তথ্যপ্রযুক্তি ব্যবহার এবং গোপন সংবাদের ভিত্তিতে মহানগরে অভিযান পরিচালনা করে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার সময় মাহির আশফাক রোহান (২১) নামে একজনকে আটক করে এবং তার হেফাজতে থাকা উক্ত চোরাই যাওয়া প্রাইভেট কারটি উদ্ধার করে।