ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় পাট অধিদপ্তরের উদ্যোগে দিনব্যাপী পাটচাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাটবীজ উৎপাদনকারী চাষীদের মাঝে এ প্রশিক্ষণ প্রদান করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. লুৎফুল আমিন, আলফাডাঙ্গা পৌর মেয়র মো. আলী আকসাদ ঝন্টু, আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. আবু তাহের, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা রেজওয়ানুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সরকার পাটের সুদিন ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। সেজন্য পাটপণ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া পাট চাষীদের বিভিন্ন প্রণোদনা দেওয়া হচ্ছে।

আলফাডাঙ্গা উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা রেজওয়ানুল ইসলাম বার্তা বাজার’কে জানান, ‘দিনব্যাপী এই কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭৫ জন পাট চাষীকে পাট চাষ, জাগ ও আঁশ ছাড়ানোসহ আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাট চাষের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সেইসাথে প্রশিক্ষণে অংশ গ্রহণকারী সকলের মধ্যে সম্মানী ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণ করা হয়।’

বার্তা বাজার/জে আই