তথ্যমন্ত্রী হাছান মাহমুদ মন্তব্য করে বলেছেন, ২৮ অক্টোবর বিএনপির তাণ্ডব নিয়ে নতুন করে কিছু বলার নেই। হরতালকে সফল করতে গিয়ে আবার আগুন সন্ত্রাসে ফিরে গেছে বিএনপি-জামায়াত। বিএনপি নেতারা ভীতু। কর্মীরা যাওয়ার আগে নেতারা পালিয়ে গেছে।

সোমবার (৩০ অক্টোবর) এসব কথা বলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ সারাদেশে শান্তিসমাবেশ করছে। উসকানিতে পা দেয়নি আওয়ামী লীগ। তবে বিএনপি মহিলা আওয়ামী লীগ সদস্যদের হেনস্তা করেছে। লালমনিরহাটে তারা একজনকে কুপিয়ে মেরেছে। অন্যদিকে মোহাম্মদপুরে বিএনপির একজন গাড়িতে আগুন দিতে গিয়ে জনতার ধাওয়া খেয়ে লাফ দিতে গিয়ে মারা গেছে। তাকে কারা শহীদ দাবি করছে।

বিএনপি অবরোধের নামে নৈরাজ্য সৃষ্টি করতে চায় জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, বিএনপির সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে সজাগ থাকতে হবে। বিএনপি নেতারা ভীতু। কর্মীরা যাওয়ার আগে নেতারা পালিয়ে গেছে। বিএনপি নেতারা সামনে আসতে ভয় পায়, তাই ভার্চ্যুয়ালি কর্মসূচি দিচ্ছে।

মন্ত্রী বলেন, বিদেশিদের বিবৃতি সহিংস কার্যক্রম বন্ধে ভূমিকা রাখবে বলে মনে করি। একইসাথে ভিসানীতি প্রয়োগে বিএনপির এসব সন্ত্রাসী কার্যক্রম বিবেচনায় রাখার আহ্বান।

বিএনপি এখন আর রাজনৈতিক দল নেই। এটি সন্ত্রাসী সংগঠনের চূড়ান্ত রূপ ধারণ করেছে। তাই তাদের সাথে আলোচনার প্রশ্নই ওঠে না। তবে যারা দেশের সংবিধান মানে তাদের সাথে আলোচনা করতে পারে সরকার বলে জানান তিনি।

যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা দেখার পর বেগম জিয়া ভালো আছেন। এতে স্বস্তি প্রকাশ করছি। এতেই প্রমাণিত হয় বিএনপি বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে মিথ্যাচার ও রাজনীতি করে।

বার্তা বাজার/জে আই