পটুয়াখালীর রাঙ্গাবালীতে বিএনপি ও সহযোগী সংগঠনের ৪ নেতাকে গ্রেফতার করেছে রাঙ্গাবালী থানা পুলিশ।
রোববার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বিএনপির রাঙ্গাবালী সদর ইউনিয়ন (দক্ষিণ) শাখার সিনিয়র সহ-সভাপতি সরোয়ার মীর, যুবদলের ছোটবাইশদিয়া ইউনিয়ন শাখার সাবেক আহ্বায়ক বাহাউদ্দিন হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের রাঙ্গাবালী ইউনিয়ন (উত্তর) শাখার আহ্বায়ক রাসেল হাওলাদার ও মৎস্যজীবি দলের চরমোন্তাজ ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক জাকির হাওলাদার।
পুলিশ জানায়, কয়েক মাস আগে পটুয়াখালী সদর থানার একটি হামলা-ভাংচুর ঘটনার মামলায় তাদের গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার জানান, গ্রেফতারকৃত আসামিদের রোববার দুপুরে পটুয়াখালী সদর থানায় প্রেরণ করা হয়েছে।
বার্তাবাজার/এম আই