পটুয়াখালী-১ (সদর -মির্জাগঞ্জ-দুমকি) আসনে উপনির্বাচন ঘোষণার পর পরই বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেতে কেন্দ্রীয় নেতাদের কাছে দৌড় ঝাপ শুরু করেছেন আওয়ামী লীগের একাধিক নেতারা। গত ২৪ অক্টোবর মঙ্গলবার পটুয়াখালী-১ আসন শূন্য ঘোষণা করে একটি প্রজ্ঞাপন জারি করেন নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সচিব মোঃ জাহাঙ্গীর আলম এর সাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয় পটুয়াখালী-১ আসন উপনির্বাচনে ১ নভেম্বর মনোনয়নপত্র দাখিল, ২ নভেম্বর মনোনয়নপত্র বাছাই, ৯ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১০ নভেম্বর প্রতীক বরাদ্দের তারিখ নির্ধারণ হয়েছে। এছাড়া ২৬ নভেম্বর ভোটগ্রহণ হবে বলে জানানো হয়।

এদিকে উপনির্বাচনের তফসিল ঘোষণার পরপরই পাল্টে গেছে পটুয়াখালী-১ আসনের রাজনৈতিক প্রেক্ষাপট। দুর্গাপূজাকে কেন্দ্র করে আওয়ামী লীগের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা নিজ নিজ এলাকায় থাকলেও বর্তমানে সব নেতাই দলীয় মনোনয়ন পেতে ঢাকায় কেন্দ্রীয় নেতাদের কাছে দৌড় ঝাপ শুরু করছেন। তবে এ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করায় আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীর সংখ্যা বেশি। আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীর মধ্যে যারা রয়েছেন তারা হলো, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন, সাবেক সংসদ সদস্য মরহুম আলহাজ্ব শাহজাহান মিয়ার মেঝো ছেলে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাডভোকেট তারিকুজ্জামান মনি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সুলতান আহমেদ মৃধা, জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, কেন্দ্রীয় বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী আশরাফ, কেন্দ্রীয় বাংলাদেশ কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও দুমকি উপজেলা পরিষদের চেয়ারম্যান ডক্টর হারুন আর রশিদ হাওলাদার, কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য মোঃ রাজীব পারভেজসহ আরো অনেকে। এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।

এদিকে পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৭৩ হাজার ২৫৬ জন। যার মধ্যে পুরুষ দুই লক্ষ আটত্রিশ হাজার চারশো ষাট ও নারী দুই লক্ষ চৌত্রিশ হাজার সাতশতো আটষট্টশি জন ভোটার।এছাড়া তৃতীয় লিঙ্গের আট জন ভোটার রয়েছেন।

উল্লেখ, গত ২১ অক্টোবর ভোর ৬টায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট শাহজাহান মিয়া। পরদিন সংসদ সচিবালয় পটুয়াখালী-১ আসনকে শূন্য ঘোষণা করেন।

বার্তা বাজার/জে আই