ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রবল ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম।

রোববার (১৬ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে ঝড়ে ক্ষতিগ্রস্ত আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের বিদ্যাধর, ব্রাহ্মণ জাটিগ্রাম ও টগরবন্দ ইউনিয়নের তিতুরকান্দী, মালা, বড়ভাগ এলাকা পরিদর্শন করেন তিনি। পরে ঝড়ে ক্ষতিগ্রস্ত ১৩১টি পরিবারের মাঝে নিজস্ব তহবিল থেকে আর্থিক অনুদান দেন।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সোলায়মান আহমেদ, বোয়ালমারী উপজেলা কৃষকলীগের সভাপতি আকরামুজ্জামান মৃধা রুকু, টগরবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী কামরুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তালুকদার তপন, উপজেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক হাসিনা খানম, তরুণ শিল্পপতি কাজী শহিদুল ইসলাম সজল, সদর ইউপি সদস্য সৈয়দ শরিফুল ইসলাম প্রমুখ।

গত ৫ অক্টোবর দুপুরে মাত্র এক মিনিটে এ ঝরের ঘটনা ঘটে। ঝড়ে উপজেলার দুইটি ইউনিয়নের বিভিন্ন গ্রাম লণ্ডভণ্ড হয়ে যায়। এতে দুই শতাব্দীর ঘরবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অসংখ্য গাছপালা উপড়ে পড়ে। কয়েকটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় কয়েকদিন বিদ্যুৎ সংযোগও বন্ধ ছিলো। এ অবস্থায় ক্ষতিগ্রস্তরা অনেকে খোলা আকাশের নিচে ও আশপাশের এলাকায় অবস্থান নিয়েছেন।

এবিষয়ে আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম, ‘নেতা হিসেবে নয় মানুষ হিসেবে আমার দায়িত্ব তাই চেষ্টা করেছি তাদের সুখে-দুঃখে পাশে থাকার। এভাবেই চিরজীবন মানুষের পাশে থাকতে চাই।’