বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( নোবিপ্রবি) বিএনসিসি ও নোবিপ্রবি মেন্টাল হেলথ সোসাইটির যৌথ সহযোগিতায় মানসিক স্বাস্থ্যে সচেতনতার উপর বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

১০ ই অক্টোবর ( মঙ্গলবার) বিকাল ৩ টা ৩০ মিনিটে নোবিপ্রবির শহীদ ক্যাডেট সার্জেন্ট রুমী ভবনে নোবিপ্রবি বিএনসিসি ও নোবিপ্রবি মেন্টাল হেলথ সোসাইটির যৌথ সহযোগিতায় মানসিক স্বাস্থ্যে সচেতনতার উপর বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়।

এসময়ে উক্ত সেমিনার পরিচালনা করেন নোবিপ্রবির মেডিকেল সেন্টারে কর্মরত সাইকোলজিস্ট মোঃ আবু তারেক। তিনি এসময়ে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য রাখেন।

এসময়ে নোবিপ্রবি বিএনসিসির সিইউও নজরুল ইসলাম ফয়সাল, এক্স সার্জেন্ট সায়েমা জাহান ইশিতা, নোবিপ্রবি মেন্টাল হেলথ সোসাইটির আহ্বায়ক কমিটির সদস্য আজিজ মাহমুদ রিজান সহ বিএনসিসির ক্যাডেটবৃন্দ, মেন্টাল হেলথ সোসাইটির সদস্যবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বার্তা বাজার/জে আই