পটুয়াখালীর রাঙ্গাবালীতে রাতের আধারে একটি মাল্টা বাগানে হানা দিয়ে অর্ধশতাধিক গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের সামুদাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

বাগান মালিক লিমা বেগম জানান, সদর ইউনিয়নের সামুদাবাদ গ্রামে লিমা বেগমের উদ্যোগে তার বাবা হারুন মৃধার ৫০ শতক জমিতে এই মাল্টা বাগান করা হয়। গতবছরের ৩০ জুন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্টের (এসএসিপি) সহযোগিতায় বারি মাল্টা-১ জাতের ৬০টি মাল্টা গাছ বাগানটিতে রোপণ করা হয়। বর্তমানে গাছগুলোতে ফলও ধরেছিল। কিন্তু বৃহস্পতিবার রাতের আধারে লিমা বেগমের বাগানটি কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বার্তাবাজার/এম আই