ক্যাডার বৈষম্য নিরসন সহ বেশ কয়েকটি দাবি নিয়ে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় কর্মবিরতি পালন করেছে দ্বীপ সরকারি কলেজের শিক্ষকরা।

সোমবার (২ অক্টোবর) সকালে শেণী কক্ষে পাঠাদান বন্ধ রেখে কেন্দ্রীয় কর্মসূচি মোতাবেক কলেজের সামনে রাস্তায় দাড়িয়ে মানববন্ধন করেন তাঁরা।

বিসিএস সাধারণ শিক্ষা সমিতি হাতিয়া দ্বীপ সরকারি কলেজ শাখার ব্যানারে এই কর্মসূচী পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন হাতিয়া দ্বীপ সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সমিতির সভাপতি মোঃ তোফায়েল হোসেন, সাধারণ সম্পাদক আজগর হোসাইন রুবেল, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক গৌরাঙ্গ লাল সরকার সহ কলেজের অন্যান্য শিক্ষকরা।

মানববন্ধন শেষে সাংবাদিকদের সাথে আলাপ কালে সমিতির সভাপতি তোফায়েল হোসেন জানান, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে আজ কর্মবিরতি পালন করছেন তারা। এসময় পদোন্নতি, অর্জিত ছুটি ও নিয়োগবিধিসহ বেশ কয়েকটি দাবি তুলে ধরেন তিনি। এসব ক্ষেত্রে বৈষম্য নিরসন করার দাবি জানান তিনি। তবে দাবী সমূহ পূরণে দৃশ্যমান অগ্রগতি না হলে আগামী ১০,১১,১২ অক্টোবর টানা তিনদিন কর্মবিরতি পালন করা হবে।

বার্তাবাজার/এম আই