স্থিতিশীল নগর অর্থনীতির প্রবৃদ্ধি ও পুনরুদ্ধারে টেকসই নগরসমূহই চালিকাশক্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব বসতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের আয়োজনে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যারী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ
হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয। এসময় ঝিনাইদহ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জেড়াল্ড অলিভার গুডা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক এস. এম. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমান, গণপূর্তবিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ ফারুক হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা পিএএ, স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম প্রমুখ। এসময় বক্তারা টেকসই নগর গড়ার লক্ষে দিক
নির্দেশনা মূলক আলোচনা করেন।

বার্তাবাজার/এম আই