স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার বিকল্প নেই। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে। স্বাধীনতার পক্ষের সকলকে জোট বেঁধে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ফলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আব্দুল্লাহ আল মামুন তরুণদের উদ্দেশ্য করে আরও বলেন, সমাজ থেকে অপরাধমূলক কর্মকাণ্ড দূর করতে ভূমিকা রাখে খেলাধুলা। তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে তরুণদের।

উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি আহসান উদ্দৌলা রানা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-কমিটির সদস্য আবুল কালাম আজাদ ইলিয়াস ও বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার সমন্বয় পরিষদের সভাপতি মোমিনুর রহমান সবুজ। খেলার সার্বিক তত্বাবধানে ছিলেন, বিশিষ্ট ক্রীড়াবিদ এম এম জামসেদ হোসেন নয়ন।

সমগ্র খেলাটি পরিচালনা করেন, আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক আসলাম হোসেন এবং ধারা বর্ণনায় ছিলেন আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মাহিদুল হক।

দ্বিতীয় সেমিফাইনাল খেলায় বেনজির স্মৃতি একাদশ বনাম পাকুড়িয়া ফুটবল একাদশ অংশ নেয়। পরে নির্ধারিত সময়সীমা শেষে বেনজির স্মৃতি ফুটবল একাদশ ২-০ গোলে এগিয়ে থেকে জয়লাভ করে। এসময় খেলোয়ারদের নৈপূণ্যময় ফুটবল খেলা প্রদর্শনে মুগ্ধ হন শত শত ক্রীড়ামোদী দর্শক।

বার্তাবাজার/এম আই