নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃ গোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উদযাপন হয়েছে।

এ উপলক্ষে বুধবার বিকেলে কালচারাল একাডেমি হলরুমে আলোচনা সভা, কবিতাপাঠ, কেককাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বিভিন্ন এলাকা থেকে আগত কবিগন কবিতাপাঠ করেন।

পরে এক আলোচনা সভায় কালচারাল একাডেমির পরিচালক গীতিকার সুজন হাজংয়ের সভাপতিত্বে ও একাডেমি নৃত্যু শিক্ষক মালা মার্থা আরেংয়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি উসমান গনি তালুকদার, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফিক,বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, সাবেক পৌর মেয়র শ.ম জয়নাল আবেদীন, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, সুসং সরকারি মহাবিদ্যালয়ের প্রভাষক ডক্টর মোঃ আব্দুর রাশিদ,পৌর কাউন্সিলর ইব্রাহীম খলিল টিপু, ডনবস্কো কলেজের পরিচালক ফাদার পাওয়েল, ভাইসপ্রিন্সিপাল রুমন রাংসা, আ‘লীগ নেতা আলী আসগর, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার, রুসার নির্বাহী পরিচালক এম এন আলম প্রমুখ।

বক্তারা বলেন,বাংলাদেশকে উন্নয়নের চাদরে ঢেকে দেয়া এক নেতৃত্বের নাম শেখ হাসিনা। তার অসামান্য নেতৃত্বের কারণে বদলে গেছে দেশ। তার হাতেই নিরাপদ বাংলাদেশ। আগামী নির্বাচ‌নে সকল ভেদা‌ভেদ ভু‌লে ঐক্যবদ্ধ হ‌য়ে সক‌ল‌কে কাজ করার আহবান জানান বক্তারা।

আলোচনা শেষে একাডেমির শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন হয়।

বার্তাবাজার/এম আই