ইনজুরিতে এশিয়া কাপের মাঝপথ থেকেই ফিরতে হয়েছিল নাজমুল হোসেন শান্তকে। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের স্কোয়াডেও রাখা হয়নি তাকে। দলের আরও কয়েকজন সিরিয়র ক্রিকেটারদের মতো তাকেও বিশ্বকাপ সামনে রেখে বিশ্রাম দেওয়া হয়েছিল।

এই দুই ম্যাচে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। কিন্তু টানা অফ-ফর্মের কারণে ‘মানসিকভাবে ভেঙে পড়ায়’ শেষ ম্যাচে বিশ্রাম চেয়েছেন তিনি। এরপর সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের জন্য অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে শান্তকে।

নেতৃত্ব পাওয়ার পর মিরপুরে আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন শান্ত। অধিনায়কত্ব নিয়ে তিনি বলেন, ‘আলহামদুল্লিলাহ। আমার মনে হয় খেলোয়াড় হিসেবে আমার জন্য (নেতৃত্ব দেওয়া) অনেক গর্বের ব্যাপার। আমার পরিবারের জন্যও। তাই আলহামদুল্লিলাহ, ক্রিকেট বোর্ড এই সুযোগ তৈরি করে দিয়েছে। আমি খুবই খুশি এবং উপভোগ করব কালকে ইনশাল্লাহ।

বার্তাবাজার/এম আই