“সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে- উদ্ভাবনে স্থানীয় সরকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রবিবার সকাল ১০টায় সারা দেশের ন্যায় ঘাটাইল উপজেলায় ৩ দিন ব্যাপি জাতীয় স্থানীয় সরকার দিবস শুরু হয়েছে। মেলায় ১৮টি ষ্টল লাল ফিতা কেটে উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে থেকে একটি শোভা যাত্রা পৌরএলকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। শেষে আলেচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত, উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম লেবুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ৩ ঘাটাইল আসনের সংসদ সদস্য আতাউর রহমান খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুনিয়া চেীধুরী, পৌর পিতা আব্দুর রশিদ মিয়া, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী মোঃ হেদায়েত উল্লাহ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ইউএলও) ডাঃ আবুল খায়ের মোঃ আনিসুর রহমান, জামুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলাম খান হেষ্টিংস, সন্ধানপুর ইউপি চেয়ারম্যান মোঃ বেলাল হোসেন দেউলাবাড়ী ইউপি চেয়ারম্যান সুজাত আলী, দলাপাড়া ইউপি
চেয়ারম্যান শফিকুল ইসলাম, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এম আই