টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সারাদেশের ন্যায় কেন্দ্রিয় অনুষ্ঠানের অংশ হিসেবে ধর্মীয় সংথ্যালঘু সুরক্ষা আইন,দেবোত্তর বোর্ড,হিন্দু ফাউন্ডেশন বাস্তবায়নের দাবীতে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হিন্দু নেতৃবৃন্দ

বৃহস্পতিবার (১৪সেপ্টম্বর) বিকাল ৪টায় উপজেলা পরিষদের মুল ফটকের সামনে মানব বন্ধন অুনুষ্ঠিত
হয়েছে।

বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ঘাটাইল উপজেলা শাখা আয়োজিত, মানব বন্ধন শেষে উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সভাপতি অধীর চন্দ্র সাহা,সাধারণ সম্পাদক অমুল্য চন্দ্র আর্য্য,বাংলাদেশ হিন্দু বৈদ্য খ্রিষ্টান ঐক্য পরিষদের ঘাটাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক কার্ত্তিক দত্ত,পৌর শাখার সাধারণ সম্পাদক জিতেন্দ্র আর্য্য,বাংলাদেশ হিন্দু মহাজোট উপজেলা শাখার সভাপতি বিপুল চন্দ,ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস বা আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) ঘাটাইল উপজেলা শাখার সভাপতি গোপীনাথ সাহা পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি অপু চন্দ্র ঘোষ, বাংলাদেশ হ্ধিসঢ়;দু ছাত্র পরিষদের ঘাটাইল উপজেলা শাখার সভাপতি বাস্তব ঘোষ হিন্দু যুব ঐক্য পরিষদের ঘাটাইল উপজেলা শাখার সভাপতি অনুপ চক্রবর্ত্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্তা বাজার/জে আই