প্রথম পর্বের মতো সুপার ফোরের শুরুটাও হয়েছে হার দিয়ে। এশিয়া কাপের ফাইনালে উঠার লড়াইয়ে থাকতে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে।

এর মধ্যে আছে বৃষ্টির চোখ রাঙানি আর প্রথম পর্বে তাদের কাছে বড় হারের স্মৃতি। তবে এসব কিছু দূরে ঠেলে সেরাটা দেওয়ার চেষ্টা থাকবে বাংলাদেশের।

শনিবার কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এশিয়া কাপের আগের তিন ম্যাচেই টস জিতেছিলেন সাকিব আল হাসান, তিনবারই তিনি নিয়েছিলেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত।

পাকিস্তান ম্যাচের একাদশে একটি বদল এনেছে বাংলাদেশ। আফিফ হোসেনের জায়গায় সুযোগ পেয়েছেন নাসুম আহমেদ।

বার্তাবাজার/এমআই