সাতক্ষীরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ীবহরে হামলা মামলায় সাজাপ্রাপ্ত আসামি আলাউদ্দিনকে চুয়াডাঙ্গার দর্শনা থেকে গ্রেফতার করেছে ঝিনাইদহ র্যাব-৬।
শনিবার গভীর রাতে দর্শনার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রোববার দুপুরে প্রেস ব্রিফিংয়ে ঝিনাইদহ র্যাব-৬ ক্যাম্পের স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসাইন জানায়, সাতক্ষীরার কলারোয়া থানার কিসমত ইলিশপুর গ্রামের আলাউদ্দিন দর্শনায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ র্যাব-৬ অভিযান চালিয়ে গ্রেফতার করে। আদালত আসামি আলাউদ্দিনকে ৩ টি পৃথক মামলায় ১৬ বছরের কারাদন্ড দেয়। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিলো বলেও জানান তিনি।
বার্তাবাজার/এম আই