নেত্রকোনার দুর্গাপুরে ভগবান শ্রী বলরাম পুর্ণিমা অর্থাৎ পরমেশ্বর ভগবান বলরামের শুভ আবির্ভাব তিথি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দিনব্যাপী নানা আয়োজনে স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে এ তিথি পালিত হয়।

শ্রী শ্রী হরে কৃষ্ণ নাম হট্র দুর্গাপুর শাখার আয়োজনে সকাল থেকেই হাজার হাজার ভক্তদের প্রার্থনা, একনাম কীর্ত্তন ও দেশ ও জাতীর কল্যাণে বিশেষ পুজা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় তুলসী আরতি, গৌড় আড়তি, নৃসিংহ আরতি ও ভগবান বলরামের মহিমা আলোচনা করেন নেত্রকোনার ইসকন এর অধ্যক্ষ শ্রীমান জয়রাম দাস ব্রক্ষ্মচারী। আলোচনা শেষে বৈদিক নাটক ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

আয়োজক হরি চন্দন সাধু বলেন, ভগবান কৃষ্ণের স্বয়ং প্রকাশ বিগ্রহ হলেন বলরাম। প্রতিবছরের ন্যায় ভক্তদের নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের অষ্টম অবতার বলরামের আবির্ভাব তিথি বা শুভ বলরাম জয়ন্তী পালন করেছি। এর মধ্যে কৃপা করে অর্ধবেলা উপবাস পালনের মাধ্যমে আদি গুরু বলরামে কৃপায় ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভের আশির্বাদ লাভ করে মনুষ্য জীবন সার্থক করার জন্য মঙ্গল আরতি, দর্শন আরতি, ভাগবত পাঠ, অগ্নিহোত্র যজ্ঞানুষ্ঠান, শ্রী বলরামের মহাভিষেক, মহাপ্রসাদ বিতরণ শেষে উদয়ন শিল্পী গোষ্ঠীর আয়োজনে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বার্তাবাজার/এম আই