আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষ্যে লালমনিরহাট জেলা বিএনপির উদ্যোগে মুখে কালো কাপড় বেঁধে মিছিল করেছে নেতাকর্মীরা।

বুধবার ৩০ আগস্ট বিকেলে লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষ্যে জেলা বিএনপির দলীয় কার্যালয় হতে মিশন মোড় পর্যন্ত মুখে কালো কাপড় বেঁধে মিছিল করেছে নেতাকর্মীরা। এতে নেত্বেত্ব দেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

মিছিল শুরুর পূর্বে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে বেশি গুমের শিকার বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সরকার আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় এই গুম চালিয়ে আসছে। সরকারের এই কর্মকান্ডের তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। মসরকার পতনের জন্য ১ দফা দাবি আদায়ের লক্ষ্যে সকল নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।

কালো পতাকা মিছিল কর্মসূচিতে উপস্থিত ছিলেন এ্যাড. মোঃ রফিকুল ইসলাম সহ-সভাপতি, লালমনিরহাট জেলা বিএনপি, হাফিজুর রহমান বাবলা সাধারণ সম্পাদক, জেলা বিএনপি একেএম মোমিনুল হক আহ্বায়ক,লালমনিরহাট সদর উপজেলা বিএনপি,আফজাল হোসেন সভাপতি, লালমনিরহাট পৌর বিএনপি প্রমুখ।

বার্তা বাজার/জে আই