ভারতে স্বর্ণের বার পাচারের সময় এবার সীমান্তে ১০ টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার জহুরপুরটেক সীমান্ত থেকে বুধবার সকালে (৩০ আগস্ট ) ১.১৬৫ কেজি ওজনের বারগুলো জব্দ করা হয়।

এর আগে জেলার বিভিন্ন সীমান্তে গত সপ্তাহে ৩ টি আগ্নেয়াস্ত্র ,গুলি, ম্যাগজিন ও বিস্ফোরক সহ ২ জন চোরাকারবারীকে আটক করে র‌্যাব ও বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাহিদ হোসেন বার্তা বাজারকে জানান, বিজিবি’র একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সদর উপজেলার জহুরপুরটেক সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার হবে। এ তথ্যের ভিত্তিতে জহুরপুরটেক বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী বাখেরআলী গ্রামে একটি চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারীরা পালিয়ে গেলে তাদের ফেলে যাওয়া ব্যাগ থেকে ১.১৬৫ কেজি ওজনের ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ১৬ লক্ষ ৫৫ হাজার আটশ টাকা।

তিনি আরও জানান, এ ঘটনায় সদর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং জব্দকৃত স্বর্ণের বারগুলো সরকারী কোষাগারে জমা করা হয়েছে।

বার্তাবাজার/এম আই