আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ ও প্রচারণায় নেমেছেন ব্যারিস্টার শাহ্ মোহসীন। নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী তিনি। তিনি প্রতিদিনই দুই উপজেলার বিভিন্ন গ্রামে ও হাট বাজারে গিয়ে ব্যাপক গণসংযোগ করছেন। তার সাথে প্রচার প্রচারণায় অংশ নিয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এলাকায় আওয়ামীলীগের সরকারের উন্নয়ন-কে আরও গতিশীল করতে প্রচার প্রচারণায় নেমেছেন তিনি।
গনসংযোগকালে জনগনের মাঝে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন তুলে ধরেন শাহ্ মোহসীন।একই সাথে দেশের উন্নয়ন চলমান রাখতে আবারও নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন জনগণের কাছে।
উন্নয়ন বার্তা ও গণসংযোগের বিষয়ে ব্যারিস্টার শাহ্ মোহসীন জানান, ‘দেশের উন্নয়নের ধারাবাহিকতা রাখতে হলে জননেত্রী শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। দেশে সুখ, শান্তি ও সমৃদ্ধ রাখতে হলে নৌকায় ভোট দিতে হবে।’জননেত্রী শেখ হাসিনা সরকার গঠনের পর বাংলাদেশের গণতন্ত্র সুমোন্নত রেখে দেশের সার্বিক উন্নয়ন সমানতালে এগিয়ে নিচ্ছেন।
আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আমি দলীয় মনোনয়ন প্রত্যাশী। আমি সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী।
বার্তা বাজার/জে আই