টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পৌরশহরের ৫টি হোটেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। সোমবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিনের নেতৃত্বে এ অভিযান হয়।

এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও ফুটপাত দখলের দায়ে মির্জাপুর ইসলামিয়া সুইটমিট, ভাই ভাই মিষ্টান্ন ভান্ডার, পরিতোষ হোটেল, ঝলক সুইটমিট ও বাসনা সুইটমিট হোটেলে ৪৫ হাজার অর্থদণ্ড করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাকিলা বিনতে মতিন বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনসহ ফুটপাতের জায়গা দখলের দায়ে ৫ হোটেলকে অর্থদণ্ড করা হয়েছে এবং আগামী ১৫ দিনের মধ্যে খাবারের গুণগতমান ঠিক ও ফুটপাতের জায়গা খালি করতে নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় আরও কঠোর ব্যবস্থার হুশিয়ারি দেয়া হয়েছে।

বার্তা বাজার/জে আই