ফরিদপুরের আলফাডাঙ্গায় সৌন্দর্য্যবর্ধন ও পরিবেশবান্ধব করতে নানা প্রজাতির ফলদ, বনজ ও ওষধি বৃক্ষরোপণ করেছে ‘হৃদয়ে আলফাডাঙ্গা’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
সোমবার (২৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের চরনারানদিয়া উচ্চ বিদ্যালয় ও চরনারানদিয়া কদমতলা গোরস্থান জান্নাতুল মাওয়া হাফিজিয়া মাদ্রাসায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
এসময় হৃদয়ে আলফাডাঙ্গা স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্যসহ বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
শোকাবহ আগস্ট মাস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন স্থানে সংগঠনটির সদস্যরা নানা প্রজাতির এসব বৃক্ষরোপণ কর্মসূচি করেন।
এবিষয়ে হৃদয়ে আলফাডাঙ্গা স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্যরা জানান, ‘আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবুজ শ্যামল সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণ করতে চাই। তাই আমরা শোকাবহ আগস্ট মাস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছি। এই কর্মসূচির অংশ হিসেবে কয়েকটি প্রতিষ্ঠানে প্রায় ২০ প্রজাতির ফলদ, বনজ ও ওষধি বৃক্ষরোপণ করা হয়।’
বার্তাবাজার/এম আই