মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর বলেছেন, বাংলাদেশে আর কোনোদিন তত্ত্বাবধায়ক সরকার আসবে না। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। বিদেশীদের কাছে ধর্ণা দিয়ে কোনো লাভ নেই। দেশের মানুষ আজ অনেক সচেতন। তারা উন্নয়নে বিশ্বাসী।

বৃহস্পতিবার দুপুরে মাগুরার শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযুদ্ধ সংহতি পরিষদ শ্রীপুর উপজেলা শাখা আয়োজিত শোকাবহ ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুক্তিযুদ্ধ সংহতি পরিষদ শ্রীপুর উপজেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা খবির হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ সংহতি পরিষদ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন, মহাসচিব কাজী রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও মুক্তিযুদ্ধ সংহতি পরিষদ কেন্দ্রীয় কমিটির তথ্য, গবেষণা ও মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক মিয়া মাসুদুর রহমান, আইন বিষয়ক সম্পাদক বিএম সাইফুজ্জমান স্বপন।

মুক্তিযুদ্ধ সংহতি পরিষদ শ্রীপুর উপজেলা শাখার সদস্য সচিব মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান ফজলু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলীনুর মোল্যা, জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি বিএম আরিফুজ্জামান সাজ্জাদসহ অন্যরা।

সাইফুজ্জামান শিখর এমপি আরও বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পিতা ৫ নম্বর তালিকাভূক্ত রাজাকার। আগামী নির্বাচনে কোনো রাজাকারকে সংসদ সদস্য হতে দেওয়া হবে না। বিএনপি একসময় ডিজিটাল বাংলাদেশ নিয়ে উপহাস করতো। এখন তাদের পলাতক ভাইস চেয়ারম্যান তারেক রহমান সেই ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে ভার্চ্যুয়ালি প্রোগ্রাম করছে।

বার্তাবাজার/এম আই