টাঙ্গাইলের মির্জাপুরে এইচএসসি ও সমমানের পরীক্ষায় বসেছে ১০ কলেজের দুই হাজার পাঁচশত পঁয়তাল্লিশ জন পরীক্ষার্থী।

বৃহস্পতিবার (১৭আগস্ট) প্রথম দিনে বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শুরু হয়ে শেষ হয় দুপুর ১টায়। শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ ও ভারতেশ্বরী হোমস এ দুই কেন্দ্রে এবারের সকল পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে পরীক্ষা শুরুর পর মির্জাপুর এস.কে.পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ভেন্যু পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন।

এসময় তিনি সাংবাদিকদের বলেন, প্রশ্নফাঁস ও নকলমুক্ত পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নানা ধরণের উদ্যোগ নেয়া হয়েছে। বন্ধ রাখা হয়েছে কোচিং সেন্টার। পরীক্ষায় কেউ যদি অসদুপায় অবলম্বের চেষ্টা করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সবশেষ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য তিনি সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করেন।

প্রসঙ্গত, এ বছর মোট পরীক্ষার্থী থেকে ১০জন অনুপস্থিত রয়েছে বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রবীর কুমার চৌধুরী।

বার্তাবাজার/এম আই