চট্টগ্রামে ৬৯০০ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি ট্রাক ও ০১টি প্রাইভেটকারসহ ৬ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর ও দক্ষিণ)।

বুধবার (১৬ আগস্ট) সকালে বিষয়টি জানান মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর ও দক্ষিণ) পুলিশ পরিদর্শক আরিফুর রহমান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ৬,৯০০ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি ট্রাক ও ০১টি প্রাইভেটকার সহ জানে আলম প্রঃ মুন্না, মোঃ হারুন প্রঃ ড্রাইভার হারুন, মোঃ হাছান, মোঃ হারুন অর রশিদ, মোঃ মালেক ও সুমন দাশ নামে তিনজনকে আটক করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞেসাবাদে আটককৃতরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন মাধ্যমে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে তাদের নিজ চালিত ট্রাক ও প্রাইভেটকার যোগে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছিলো।

তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

বার্তাবাজার/এমআই