জামালপুরের সরিষাবাড়ীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দরিদ্র অসহায় নিম্নআয়ের মানুষের মাঝে রান্না করা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার আওনা ইউনিয়নের স্থল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ও মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া বাজারে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সরিষাবাড়ী আসনে আওয়ামী লীগের এমপি মনোনয়ন প্রত্যাশী আব্দুস সামাদ আজাদ তারার উদ্যোগে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সচিব ফেরদৌস আলম, উপজেলা আওয়ামী লীগের সদস্য জুলফিকার আলী সৌকত, আওনা ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোখলেছুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, শিক্ষক মনিরুজ্জামান বাবু, আব্দুস সামাদ আজাদ তারার পক্ষে তারাকান্দি ট্রাক ট্যাঙ্কলড়ি মালিক সমিতির সদস্য আশিকুজ্জামান জিমি, আওনা ইউনিয়ন কৃষক লীগের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, যুবলীগের সাবেক প্রচার সম্পাদক আতাহার আলীসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বার্তাবাজার/এম আই