বগুড়ার শাজাহানপুরে গলায় ফাঁস দিয়ে তসলিম উদ্দিন (৩৬) নামে এক বিবাহিত যুবক আত্মহত্যা করেছেন।
নিহত তসলিম উদ্দিন উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর আকন্দপাড়া গ্রামের আব্দুল জব্বার হোসেনের ছেলে। সংসার জীবনে তার ৮ বছরের এক পুত্র সন্তান রয়েছে। কর্মজীবনে তিনি তার শ্বশুড়ের ছ’মিলে ম্যানেজারের চাকরী করতেন।
মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে মরদেহ উদ্ধার করে পোষ্টমর্টেমের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
জানা গেছে, মঙ্গলবার বেলা ১২টার দিকে তসলিম উদ্দিন তার নিজ শয়ন ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। এসময় তার স্ত্রী, সন্তান ঘরের বাহিরে সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। খবর পেয়ে থানা পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে।
পারিবারিক সূত্রে জানা যায়, তসলিম উদ্দিন ঋণ গ্রস্ত ছিলেন। এনিয়ে তিনি হতাশায় ভুগছিলেন।
থানার ওসি শহিদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে পোষ্টমর্টেমের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়া হয়েছে।
বার্তাবাজার/এম আই