চট্টগ্রামে ১,৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৪ আগস্ট) বিকালে নগরীর অনন্যা আবাসিক এলাকা থেকে ইয়াবাসহ একজনকে আটক করার কথা জানান বায়েজিদ থানার এসআই মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৪ আগস্ট) বিকালে নগরীর নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন কুয়াইশ রোড ওয়াজেদিয়া অন্যান্য আবাসিক এলাকায় অভিযান চালিয়ে করে উখিউলা তঞ্চঙ্গ্যা নামে এক রোহিঙ্গা যুবককে ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সিএমপি বায়েজিদ বোস্তামী থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।
বার্তাবাজার/এম আই