সংবাদ প্রকাশের পর ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া-আগরতলা রেললাইনে বেড়া দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা সেই জায়গা পরিদর্শণ করেছে উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রশান্ত চক্রবর্তী।

সোমবার (১৪ আগষ্ট) দুপুর ১২ টার সময় মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর এলাকায় আখাউড়া-আগরতলা রেল প্রকল্পের শূন্য রেখার পাশে শাহানুর সরকার বেড়া দেওয়া সেই জায়গা পরিদর্শন করেন এই কর্মকর্তা।

পরিদর্শনের ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রশান্ত চক্রবর্তীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা সরজমিনে গিয়ে শাহানুর সরকার এর অভিযোগের প্রেক্ষিতে বেড়া দেওয়া সেই জায়গা পরিদর্শন করে এসেছি। আগামী রবিবার রেলের ও জেলার অধিগ্রহণ শাখা আসবে, তখন মেপ দেখে আমরা আগে নিশ্চিত হব তার জায়গা এখানে আছে কিনা। যদি তার জায়গা রেলের মধ্যে পরে থাকে তাহলে সে যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়টি আমরা দেখব। আপাতত সে রেললাইনের উপর থেকে বেড়া সরিয়ে নিয়েছে।

উল্লেখ্য ভুক্তভোগী জমির মালিক শাহানুর সরকার জমি অধিগ্রহণের টাকা না পেয়ে গতকাল(১৩ আগষ্ট) রবিবার আখাউড়া আগরতলা রেললাইনের উপর বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।

বার্তা বাজার/জে আই