চট্টগ্রামে জন্মনিবন্ধন, এনআইডি ও পাসপোর্ট জাল জালিয়াতি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর ও দক্ষিণ)।
সোমবার (১৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান।
তিনি জানান, রোববার নগরীর ডবলমুরিং থানাধীন পাসপোর্ট অফিসের সামনে থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন ও পাসপোর্ট তৈরির জাল জালিয়াতি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর ও দক্ষিণ)।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ আসাদুজ্জামান সোহাগ, মোঃ জাহিদ হাসান ও বদরুল ইসলাম।
গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা জেলা নির্বাচন অফিসার এর কার্যালয়, বরিশাল কর্তৃক অস্থায়ী ভিত্তিতে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২২ এ নিয়োগ প্রাপ্ত হয়ে বরিশাল জেলার বাইশারী ইউনিয়ণ পরিষদ এর ভোটার কার্যক্রম হালনাগাদ করাকালে মায়ানমার নাগরিকদের (রোহিঙ্গা) তথ্য গোপন করে জাল জালিয়াতির মাধ্যমে সকল ডকুমেন্ট তৈরির কার্যক্রম সম্পন্ন করে। ফলে মায়ানমার নাগরিক (রোহিঙ্গা) সহজে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় পরিচয়পত্র পেয়ে পাসপোর্ট পেয়ে যায়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সিএমপির ডবলমুরিং থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
বার্তা বাজার/জে আই