নেত্রকোনার দুর্গাপুরে টিডব্লিউএ, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন, কারিতাস, বাগাছাস, বাহাছাস, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে), ওয়াইডব্লিউসিএ, ওয়াইএমসিএ ও সারা এর আয়োজনে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। বুধবার নানা আয়োজনে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কমরেড মনিসিংহ স্মৃতি যাদুঘর মিলনায়তনে ”আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আদিবাসী তরুণরাই মূল শক্তি” এ প্রতিপাদ্যে টিডব্লিউএ‘র সভাপতি সাইমন তজু এর সভাপতিত্বে আদিবাসী ইউনিয়ন উপজেলা কমিটির সভাপতি অবণী কান্ত হাজং এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন, এনজিও সমন্বয় পরিষদের সভাপতি অধ্যক্ষ ফারুক আহম্মেদ তালুকদার, সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাস উদ্দিন মীর, সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার, ওয়াই ডব্লিউসিএর সম্পাদিকা লুদিয়া রুমা সাংমা, কারিতাস প্রতিনিধি ছবি ম্রং, আদিবাসী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক লিটন হাজং, আদিবাসী নেত্রী পার্বতী রিছিল, শেফালী হাজং প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশে আবহমানকাল থেকে নানা জাতি, কৃষ্টি-সংস্কৃতির লোক বসবাস করছে বিধায় আমাদের ইতিহাস এতো সমৃদ্ধ। কিন্ত এখন পর্যন্ত আদিবাসী জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি দেয়া হয়নি। আদিবাসী সম্প্রদায়কে ভাষা, সংস্কৃতি ও ভুমি রক্ষা করে তাদের জীবনমান নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সকল প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে।

আলোচনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে আদিবাসী জনগোষ্ঠীর সাত দফার দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদান শেষে আদিবাসী শিল্পীগোষ্ঠীর আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

বার্তাবাজার/এম আই