নেত্রকোনার দুর্গাপুরের আত্রাইখালী নদী পার হতে গিয়ে নিখোঁজের একদিন পর হোসেন আলীর (৫৫) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের পাথারিয়া গ্রামের আত্রাইখালী নদী থেকে লাশ উদ্ধার করা হয়।

এর আগে গতকাল সোমবার সকালে ওই নদী সাঁতরে পার হওয়ার সময় পানিতে ডুবে নিখোঁজ হন তিনি। হোসেন আলী উপজেলার চন্ডিগড় ইউনিয়নের পাথারিয়া গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

এলাকাবাসী ও ফায়ারসার্ভিসের কর্মীরা জানায়, সোমবার সকালে বিলের ধান ক্ষেতে ধানের চারা রোপনের জন্য চারা নিয়ে বের হন হোসেন আলী। যাওয়ার পথে নদী সাঁতারে পার হওয়ায় সময় পানিতে ডুবে নিখোঁজ হন। এরপর অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি। আজ মঙ্গলবার সকালে ঘটনাস্থলের ১ কিলোমিটার দূরে লাশ ভেসে উঠলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেই। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে লাশ উদ্ধার করে। সেখান থেকে তার লাশ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

দুর্গাপুর থানা উপ-পরিদর্শক (এসআই) আবু রায়হান জানান,লাশ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বার্তা বাজার/জে আই