পিরোজপুরের ইন্দুরকানীতে নদীতে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে রিপন বেপারী নামে এক জেলের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ সোমবার (৭ আগস্ট) বিকেলে ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নের দক্ষিণ ঢেপসাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিপন বেপারী (৩৫) দক্ষিণ ঢেপসাবুনিয়া গ্রামের মৃত আব্দুল বারেক বেপারীর পুত্র।

জানাযায়, দুই জেলে কছা নদীতে ছোট ইঞ্জিন চালিত ট্রলারে মাছ শিকার করতে যায়। সন্ধ্যার দিকে ট্রলারের অপরদিকে থাকা রিপন বেপারী বজ্রপাতে স্পর্শ হয়ে ছিটকে ইঞ্জিনের ওপরে পড়ে যায়। এসময় আহত রিপনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

এ বিষয়ে বালিপাড়া ইউপি সদস্য নাসির উদ্দীন সেন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নদীতে দুই জেলে মাছ ধরতে গেলে রিপন বেপারী নামে এক জেলে বজ্রপাতে স্পর্শ হয়ে ট্রলারের ইঞ্জিনের ওপর পড়ে মারা গেছেন। ইন্দুরকানী থানার ওসি আল মামুন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বার্তা বাজার/জে আই