ফরিদপুরের সদরপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে, সোমবার (১৫ মে) সকালে দরিদ্র অসহায় রোগীদের মাঝে চিকিৎসা সহায়তা হিসেবে চেক বিতরণ করা হয়েছে।

উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত চেক বিতরণ আনুষ্ঠানে, ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোক প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত মোট ১৭জন রোগীর মাঝে চিকিৎসা সহায়তা হিসেবে, প্রত্যেক রোগীকে এককালীন ৫০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়।

উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ কাজী শামীম আহমেদের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান শিকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা প্রমুখ।

জানা গেছে, ক্যান্সারে আক্রান্ত ৮ জন, কিডনী রোগে আক্রান্ত ৩ জন, স্ট্রোকে আক্রান্ত ৩ জন , লিভার সিরোসিসে আক্রান্ত ২ জন ও জন্মগত হৃদরোগে আক্রান্ত ১ জন, মোট ১৭ জন রোগীর মাঝে প্রত্যেক রোগীকে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

বার্তা বাজার/জে আই